‘‘বিমসটেক এক্সপো-২০১৭’’-তে রংপুর চেম্বারের ৬ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি দলের অংশগ্রহণ
১৫ থেকে ১৭ সেপ্টেম্বর  তিন দিন ব্যাপী ভারতের কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘‘বিমসটেক এক্সপো-২০১৭’’-তে রংপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজতোবা হোসেন রিপন এর নেতৃত্বে ৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ভারতের কলকাতা সফর করেন। রংপুর চেম্বারের ব্যবসায়ী প্রতিনিধি দলে ছিলেন চেম্বারের পরিচালক মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, মোঃ ওবায়দুর রহমান রতন, প্রণয় বণিক, মোঃ জুলফিকার আজিজ খাঁন ভুট্টো ও রংপুর চেম্বারের সাবেক পরিচালক মোঃ আকবর আলী।
বিমসটেক দেশগুলোর মধ্যে পারস্পারিক ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং কানেকটিভিটি ও অবকাঠামোগত উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স ‘‘বিমসটেক এক্সপো’’ এর আয়োজন করে। বিমসটেক এক্সপো-২০১৭-তে  বাংলাদেশ ছাড়াও বিমসটেকের সদস্যভূক্ত দেশ ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধি দল তাদের নিজ নিজ দেশের উৎপাদিত পণ্যের প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন। পণ্য প্রদর্শনীর পাশাপাশি বি টিু বি মিটিং, সেমিনার ও ওয়ার্কসপের মাধ্যমে বিমসটেকভূক্ত দেশগুলোর ব্যবসায়ীরা একে অপরের ব্যবসায়ীক সম্ভাবনা ও সমস্যা তুলে ধরেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে লক্ষ্যে আঞ্চলিক অর্থনৈতিক জোট হিসেবে ‘‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)’’ প্রতিষ্ঠিত হয়।