রংপুর বিভাগের অর্থনৈতিক উন্নয়ন, সম্ভাবনা এবং চাহিদা নিয়ে দিনব্যাপী ‘‘উন্নয়ন রোডম্যাপ-রংপুর বিভাগ’’ শীর্ষক সেমিনার 
০৭ আগষ্ট, ২০১৮, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির উদ্যোগে ও রংপুর চেম্বারের সহযোগিতায়  রংপুর অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, সম্ভাবনা এবং চাহিদা নিয়ে দিনব্যাপী ‘‘উন্নয়ন রোডম্যাপ-রংপুর বিভাগ’’ শীর্ষক সেমিনার আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সেমিনারে রংপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আঞ্চলিক বৈষম্য নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ, দ্রুত গ্যাস সংযোগ, স্বল্প মূল্যে বিদ্যুৎ, ফার্নেস অয়েলে  ভর্তুকি, কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, রংপুর বিভাগে বিনিয়োগ উৎসাহিত করতে আলাদা শিল্প, কর, ভ্যাট, শুল্ক ও ঋণ নীতি ঘোষণা, ট্যাক্স হলিডের মেয়াদ বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে বিশেষ প্রণোদনা প্রদান,  বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ের জন্য রিসার্চ সেন্টার স্থাপন, সিরাজগঞ্জ থেকে বগুড়া-রংপুর হাইওয়ের পাশ দিয়ে রেল লাইন নির্মাণ, পর্যাপ্ত অবকাঠামো সুবিধাসহ ইন্ডাষ্ট্রিয়াল জোন ও ইন্ডাষ্ট্রিয়াল পার্ক স্থাপন, জ্ঞান ভিত্তিক শিল্প প্রসারের উদ্যোগ, কুড়িগ্রাম-ফুলছড়ি-জামালপুর হয়ে ব্রহ্মপুত্র নদের ওপর ব্রীজ নির্মাণ, আন্তঃনগর রেল যোগাযোগ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, কৃষিভিত্তিক রংপুর অঞ্চলে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন, অঞ্চলভিত্তিক বিনিয়োগ ব্যবস্থার প্রচলন, কৃষি প্রক্রিয়াজাত শিল্পে বিশেষ নীতি সহায়তা প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যে পিছিয়ে পড়া রংপুর বিভাগে জনসংখ্যার অনুপাতে মহিলা বিশ^বিদ্যালয়, মেডিকেল বিশ^বিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় দ্রুত স্থাপন, রংপুর বিভাগ থেকে দ্রুত গতির ইলেকট্রনিক রেল যোগাযোগ ব্যবস্থা চালু করণ, রংপুর বিভাগের উন্নয়নের স্বার্থে নর্থবেঙ্গল  ডেভেলপমেন্ট মিনিস্ট্রি গঠন, চা শিল্পের উন্নয়ন, লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমান বন্দরচালু করণ, বেনাপোল স্থল বন্দরের ন্যায় রংপুর বিভাগে অবস্থিত সকল স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি, রংপুর অঞ্চলে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কম্প্রিহেনসিভ ইনভেষ্টমেন্ট পলিসি গ্রহণ, প্রতি জেলায় স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠা,  পিছিয়ে পড়া অঞ্চলের জন্য বিশেষ স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান এবং পণ্যভিত্তিক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সহায়তার দাবি তুলে ধরেন রংপুর অঞ্চলের শিল্পপতি ও ব্যবসায়ী উদ্যোক্তাবৃন্দ। 
বিশিষ্ট শিল্পপতি ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটি সদস্য সচিব টিপু মুনশি এমপি’র সঞ্চালনায় সেমিনাওে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির চেয়ারম্যান ড. মসিউর রহমান।
রংপুর বিভাগের উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিশিষ্ট শিল্পপতি ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ জামাল দিপু, রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম,এফবিসিসিআই এর পরিচালক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, বিশিষ্ট পরিবেশবিদ ড. কানিজ আকলিমা সুলতানা, হারাগাছ পৌরসভার সাবেক মেয়র ও রংপুর চেম্বারের পরিচালক মোঃ মামুনুর রশিদ মামুন, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, পঞ্চগড় জেলা টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল হক খোকন, এ্যাডভোকেট ইন্দ্র নাথ রায়, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবু, সাংবাদিক রফিক সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখার প্রচার সম্পাদক রোজী রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ, রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, মোঃ খায়রুল আলম বাবুল, শফিকুল ইসলাম প্রমুখ। 
এছাড়া সেমিনারে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, গাইবান্ধা চেম্বারের সভাপতি মোঃ আনোয়ারুল কাদির, পঞ্চগড় চেম্বারের সভাপতি মোঃ আব্দুল হান্নান শেখ, লালমনিরহাট চেম্বারের সভাপতি কামরুল হাসান বকুল, কুড়িগ্রাম চেম্বারের সহ-সভাপতি মোঃ রহমত আলী রংপুর অঞ্চলে শিল্প স্থাপনের বিদ্যমান সমস্যাবলী ও সম্ভাবনা এবং সে সব সমাধানে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ‘‘উন্নয়ন রোডম্যাপ-রংপুর বিভাগ’’ শীর্ষক সেমিনারের  মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ও পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের মাধ্যমে পিছিয়ে পড়া রংপুর বিভাগের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদ হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন  পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের উদ্যোক্তা ও শিল্পপতিবৃন্দকে সম্পৃক্ত করে তাদের চাহিদা অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করার লক্ষ্যে আজকের এ সেমিনারের আয়োজন। তিনি বলেন, দেশের উন্নয়নের মূল ¯্রােত ধারায় রংপুর অঞ্চলকে সম্পৃক্ত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। কেননা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টি, মাথাপিছু আয় বৃদ্ধি ও আঞ্চলিক বৈষম্য নিরসন একান্ত জরুরি বলে তিনি মনে করেন।  তিনি বলেন, সেমিনারের মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়ী ও শিল্পপতিদের নিকট থেকে যেসব সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়েছে তা নিরসনের ব্যাপারে তিনি সরকারের নীতি 
সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্যবৃন্দ, রংপুর বিভাগের ৮ জেলার ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাবৃন্দ, রংপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান কর্মকর্তা-পরিচালকবৃন্দ, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।