দু:স্থ ও শীতার্ত মানুষের মাঝে রংপুর চেম্বারের কম্বল বিতরণ
০৩ জানুয়ারী ২০২০ ইং রংপুর মহানগরীর আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি, লাবিব গ্রুপ এবং ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র যৌথ উদ্দ্যেগে রংপুরের হত দরিদ্র ও দ;ুস্থ শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরন করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডাইরেক্টরবৃন্দ। রংপুর চেম্বার, লাবিব গ্রুপ ও ঢাকা চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের শীতার্থ মানুষের ভোগান্তি নিবারনে এসব কম্বল প্রদান করেন।
শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন রংপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজতোবা হোসেন রিপন, চেম্বারের রিলিফ উপ-পরিষদের আহবায়ক ও ডাইরেক্টর খেমচাঁদ সোমানী রবি ও ডাইরেক্টরবৃন্দ যথাক্রমে মো: শাহজাহান বাবু, দেবব্রত সরকার রঞ্জু, মোতাহার হোসেন মন্ডল মওলা, মো: ওবায়দুর রহমান (রতন), মো: জুলফিকার আজিজ খান ভুট্টু এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মো: মোজাম্মেল হক ডাম্বেল প্রমুখ।
Comments