মুক্ত বাজার অর্থনীতিতে সিন্ডিকেট করে পণ্যের মূল্য বৃদ্ধির কোন সুযোগ নেই। আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি ও ডলার সংকটের কারণে আমদানি বিঘিœত হওয়ায় পণ্যের মূল্য বাড়ছে বলে ভোগ্যপণ্য সংশ্লিষ্ট রংপুরের ব্যবসায়ীরা মতামত ব্যক্ত করেন। সভায় ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ীদেরকে প্রতিনিয়ত অসম প্রতিযোগিতা করেই ব্যবসা পরিচালনা করতে হয়।
১১ মার্চ ২০২৪ইং, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে রংপুর চেম্বার নেতৃবৃন্দের সাথে রংপুর শহরের সর্বস্তরের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহকারী, পাইকারী ও খুচরা ব্যবসায়ীগণের এক মত বিনিময় সভা চেম্বারের আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
রংপুর চেম্বারের সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি ও বিশেষ অতিথি হিসেবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর চেম্বারের পরিচালক ও ভোজ্য তেল ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম মুকুল, ডাল ব্যবসায়ী সাদেক হোসেন মুন্না, ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ময়েন উদ্দিন, চিনি ব্যবসায়ী সোহরাব হোসেন, আলু ব্যবসায়ী তৈয়বুর রহমান, খেজুর, চাল ও মসলা ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান, বাংলাদেশ হোটেল রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহীদ আখতার সোহেল, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কাদের, শাহী ভান্ডারের মোস্তাফিজুর রহমান, পরিবেশক সমিতির সভাপতি শেখ মিন্নুর রহমান প্রমুখ।
আসন্ন মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদার সাথে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে পণ্যের মূল্য বাড়বে না বলে ব্যবসায়ীরা মতামত ব্যক্ত করেন। ব্যবসায়ীরা বলেন, আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি ও ডলার সংকটের কারণে আমদানি বিঘিœত হওয়ায় পণ্যের মূল্য বাড়ছে। মুক্ত বাজার অর্থনীতিতে অসম প্রতিযোগিতা করে ব্যবসা পরিচালনা করতে হয় তাই ব্যবসায়ীদের অধিক মুনাফা করার কোন সুযোগ নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বা হ্রাস মুক্তবাজার অর্থনীতির অবিচ্ছেদ্য একটি অংশ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বিভিন্ন কারণে উঠা-নামা করতে পারে, যেমন আমদানি নির্ভরতা, মুদ্রাস্ফীতি, কাঁচামালের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, কৃষিপণ্যের ক্ষেত্রে আবহাওয়া, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি বা গরম অন্যতম। তবে মূল্যবৃদ্ধি হলেই যে বাজার ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে বা বাজারে সিন্ডিকেটে রয়েছে সে ধারনা ঠিক নয় বলে ব্যবসায়ীরা মতামত ব্যক্ত করেন।
মত বিনিময় সভায় রংপুর চেম্বারের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ ও রংপুর শহরের সর্বস্তরের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহকারী, পাইকারী ও খুচরা ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

Comments