বন্যার্তদের মাঝে রংপুর চেম্বারের ত্রাণ সামগ্রী বিতরণ
২২ আগস্ট ২০১৭, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৫নং লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যা কবলিত চরাঞ্চলের ২শ’ ৫০ জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত এবং চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপনসহ চেম্বারের পরিচালকবৃন্দ। রংপুর চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়া উপজেলার অসহায়  বানভাসী মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী ছিল ৪ কেজি চাল, আধা কেজি মসুর ডাল, আধা কেজি লবণ, আধা কেজি সয়াবিন তেল, দেড় কেজি চিড়া, ২শ’ ৫০ গ্রাম গুড়, ৪ প্যাকেট খাবার স্যালাইন, আধা কেজি মুড়ি এবং ১টি গ্যাস লাইট।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ৫নং লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আব্দুল্লা আল হাদী, রংপুর চেম্বারের পরিচালকবৃন্দের মধ্যে মোঃ হাবিবুর রহমান রাজা, অজয় প্রসাদ বাবন, খেমচাঁদ সোমানী রবি, প্রণয় বণিক,  রংপুর চেম্বারের সাধারণ সদস্য মোঃ শামীম হোসেন, মোঃ মাহফুজার রহমান দুলু ও মোঃ ওয়াহেদুল করিম রাসেল।