রংপুর চেম্বারের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
২৬ মে ২০১৮, রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে ‘‘রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’’ অনুষ্ঠিত হয়। রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম, এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি আলহাজ¦  গোলাম মোস্তফা, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন ও সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ।
অনুষ্ঠানের শুরুতে চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু প্রধান অতিথি, সম্মানিত অতিথি ও আমন্ত্রিত সকলকে রমযানুল মোবারক জানিয়ে দোয়া ও ইফতার মাহফিলে যোগদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এরপর পবিত্র মাহে রমজানের তাৎপর্য বর্ণনা করে বিশদ আলোচনা করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ ক্বারী মাওঃ মোঃ বায়েজীদ হোসাইন। ইফতারের পূর্বে উপস্থিত অতিথিবৃন্দ দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মহান আল্লাহপাকের দরবারে মোনাজাত করেন এবং নির্ধারিত সময়ে ইফতার গ্রহণ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মাগরিবের নামাজ আদায় করেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, সাবেক নির্বাহী সদস্যবৃন্দ, চেম্বারের সাধারণ সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আমদানি-রপ্তানিকারকবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।