রংপুরের বন্যার্তদের মাঝে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েন এর ত্রাণ সামগ্রী বিতরণ
৩১ আগস্ট ২০১৭,  বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন, রংপুর জেলা ইউনিট এর উদ্যোগে এবং রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সহযোগিতায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯নং নোহালী ইউনিয়ন পরিষদ এবং কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৬শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 
গঙ্গাচড়ার বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি, এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি, রংপুর চেম্বারের সাবেক সভাপতি, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন এর সদস্য ও মোতাহার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট কমান্ডের কমান্ডার, এফবিসিসিআই এর পরিচালক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন এর সদস্য মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু ও রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন।
কাউনিয়ার বন্যায় ক্ষতিগ্রস্থ ২শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভরসা গ্রুপের পরিচালক ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন এর সদস্য এমদাদুল হক ভরসা ও হোমল্যান্ড কোল্ড স্টোরেজ এর পরিচালক ও রংপুর চেম্বারের সাবেক পরিচালক মোঃ ফজলুল হক।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার অসহায়  বানভাসী মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী ছিল ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, আধা কেজি লবণ, ১ কেজি সয়াবিন তেল, ১০ কেজি আলু, আধা কেজি চিনি, ১ কেজি সেমাই, ৭০ গ্রাম  গুড়ো দুধ ও ৫ প্যাকেট খাবার স্যালাইন। 
ত্রাণ সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ৯নং নোহালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল, উত্তমাশা কোল্ড স্টোরেজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক, শাপলা কোল্ড স্টোরেজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজিজুল ইসলাম মিন্টু,  রংপুর চেম্বারের পরিচালক দেবব্রত সরকার রঞ্জু ও খেমচাঁদ সোমানী রবি ।