১১ জানুয়ারী ২০২৪ ইং রংপুর মহানগরীর রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে ও রংপুর চেম্বারের সার্বিক সহযোগিতায় রংপুরের ৪৫০ জন হত দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী। ঢাকা চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের শীতার্ত মানুষের ভোগান্তি নিরসনে এসব কম্বল প্রদান করেন। 
শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, রংপুর চেম্বারের চেম্বারের রিলিফ উপ-পরিষদের আহবায়ক ও ডাইরেক্টর মোঃ তাইফুর রহমান ও ডাইরেক্টরবৃন্দ যথাক্রমে আলহাজ্ব এমদাদুল হোসেন, মোঃ আজিজুল ইসলাম মুকুল, মোঃ সাইফুল আলম, মোঃ সানোয়ার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন রিপন, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ রেজাউল ইসলাম রেজা, ও হাসান মাহবুব আখতার প্রমুখ, রিলিফ উপ-পরিষদের সদস্য মোঃ মজিবর রহমান ও মোঃ মমিনুর রহমান লিটন প্রমুখ।