১৬ জানুয়ারি ২০২৪ইং, শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও রংপুর চেম্বারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘‘কারখানা ব্যবস্থাপনায় উৎপাদনশীলতা শীর্ষক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার  শুভ উদ্বোধনী অনুষ্ঠান কারুপণ্য রংপুর লিমিটেড এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। 
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ আকবর আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের পরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর চেম্বারের সভাপতি মোঃ আকবর আলী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, উৎপাদনশীলতা হচ্ছে কতটুকু কাঁচামাল ব্যবহার করে কি পরিমাণ পণ্য উৎপাদন করা যায় তার অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। তাই কারখানা ব্যবস্থাপনায় উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পায়, তাই কর্মসংস্থান বৃদ্ধির জন্য উৎপাদনশীলতা গুরুত্বপূর্ণ। কেননা, পণ্য সামগ্রীর উৎপাদন ব্যতীত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। উৎপাদন বাড়লে স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হয় এবং দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায়। তাই তিনি ১৬ থেকে ১৮ জানুয়ারি ৩দিন দিনব্যাপী কারখানা ব্যবস্থাপনায় উৎপাদনশীলতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে জ্ঞানার্জন করে প্রশিক্ষনার্থীদের কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান। 
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর গবেষণা কর্মকর্তা ফারজানা হক,  আব্দুল্লাহ আল যোবায়ের, মোঃ রিপন মিয়া ও এস এম জসিম উদ্দিন কারুপণ্য রংপুর লিমিটেড এর ৩০ জন  প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করবেন। প্রশিক্ষণ কর্মশালাটি ১৬ থেকে ১৮ জানুয়ারি ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।