রংপুর চেম্বারের সহযোগিতায় রংপুরে ইয়োগা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
১৫ জুন ২০১৯, ভারতীয় হাই কমিশন আয়োজিত ইয়োগা জোন ও রংপুর চেম্বারের সার্বিক সহযোগিতায় রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে ইয়োগা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।
ইয়োগা ওরিয়েন্টেশনে সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরিজীবি, ডাক্তার, পেশাজীবিসহ তিন শতাধিক সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ইয়োগার গুরুত্ব, উপকারিতা, প্রয়োজনীয়তা, সমাজের নেতিবাচক দিক থেকে যুবসমাজ ও সাধারণ মানুষদের কল্যাণমূলক ইতিবাচক চিন্তাধারায় নিয়ে আসার জন্য ইয়োগা চর্চাই সর্বোত্তম বলে মতামত ব্যক্ত করেন। তারা আরো বলেন, দৈনন্দিন ৩০-৪০ মিনিট ইয়োগা চর্চা করে নিয়মিত ও পরিমিত খাদ্যাভাস, নিয়ম, সংযম, প্রাণায়াম, আসন মুদ্রা, শুদ্ধিক্রিয়া ইত্যাদি অনুশীলন করলে সাধারণ অনেক রোগ যেমন প্রেসার, ডায়াবেটিকস, মানসিক চাপ, মাইগ্রেন, মাথাব্যথা, চোখের সমস্যা, আর্থারাইটিস, ব্যথা, পেঠের সমস্যা, হৃদরোগ, লিভার সমস্যা, অতিরিক্ত ওজন, স্থুলতা, ফুসফুসজনিত সমস্যা, কিডনি রোগ, পাইলস ইত্যাদি নানাবিধ রোগ খুব সহজেই প্রাকৃতিকভাবেই নিরাময় করা সম্ভব। তাই বক্তারা সবাইকে নিয়মিত ইয়োগা অনুশীলন করার আহ্বান জানান।